শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কঠোর বিধিনিষেধের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ

news-image

নিউজ ডেস্ক : সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে হাজারো দোকান কর্মচারীরা। রবিবার বিকাল ৩টায় বিক্ষুব্ধ কর্মচারীরা নীলক্ষেতসহ আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এতে মিরপুর সড়কে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়। আশপাশের সব সড়ক স্থবির হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা সরে গেলেও সড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়।

একাধিক কর্মচারী জানান, লকডাউনের বিপক্ষে আমরা। সরাকার লকডাউন দিয়েছে, দোকান মালিকরা আমাদের শ্রমিকদের চাকরিচ্যুত করবে। আমাদের মধ্যে ছাঁটাই আতংক বিরাজ করছে।

নূরাজাহান সুপার মার্কেটের শরিফুল ইসলাম নামে এক কর্মচারীরা জানান, আমরা সব শ্রমিক ভাইয়েরা একত্রিত হয়েছি। আমরা বন্ধ চাই না। গত ১০ মাস আমরা পরিশ্রম করেছি। সামনে ঈদ, বেতন-বোনাস পাব। সরকার লকডাউন দিয়েছে। আমাদের পরিবার অর্থিক অবস্থার খবর নেয়ার কে আছে? আমরা চাই সীমিত সময় হলেও মার্কেট খোলা থাকুক। আমাদের এক মুঠো ভাত খেতে দেন।

বিক্ষোভে অংশ নেয়, গাউছিয়া সুপার মার্কেট, স্টার মেনশন, নূর মেনশন, চাঁদনী চক মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, গ্লোব মার্কেটসহ আশপাশের দোকান ও কর্মচারী এবং মালিকরা অংশ নেন।

করোনা সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ চলবে। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর