বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৫২ মৃত্যু, শনাক্ত ৫৩৫৮

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে; যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে ৫ হাজার ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে; যা দেশে একদিনে সর্বোচ্চ রেকর্ড।

টানা তিন দিন শনাক্তের সংখ্যা ৫হাজারের উপরে। এর আগে গত ২৯ মার্চ ৫ হাজার ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৪৫ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন হয়েছে।

গত একদিনে আরও ২ হাজার ২১৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন দাঁড়িয়েছে।

দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

এ জাতীয় আরও খবর