শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার বিস্তার ঘটছে স্বাস্থ্যবিধি না মানার কারণে : প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবার করোনার বিস্তার ঘটছে বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

অবকাশের পর বুধবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রমের শুরুতে প্রধান বিচারপতি এই আহ্বান জানান।

বিচারিক কার্যক্রমের শুরুতেই মহামারী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবার করোনার বিস্তার ঘটছে।’

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘করোনার যে ধরনটা দেখা যাচ্ছে, সেটা তো ব্যাপকভাবে বিস্তার ঘটছে।’

আদালত অঙ্গন সংক্রমণের ক্ষেত্রে ‘অনেক বেশি ঝুঁকিপূর্ণ’ মন্তব্য করে আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সবার স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেন তিনি।

এর আগে মহামারী করোনাভাইরাসের ঊর্ধ্বগতি পরিস্থিতিতে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করতে হবে না বলে জানানো হয়।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

দেশে করোনাভাইরাস মহামারীর মারাত্মক অবনতি হয়েছে। কেবল গত এক সপ্তাহে দেশে মোট ২৮ হাজার ৬৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।