শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধীদের জন্য চালু হলো ‘ইমপোরিয়া’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধী ব্যক্তি-চাকুরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ডিজিটাল প্লাটফর্ম চালু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৈরি ‘ইমপোরিয়া’ নামের এই প্লাটফর্ম রোববার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল প্লাটফর্ম ‘ইমপোরিয়া’ তৈরি করা হয়েছে।

প্রতিবন্ধী শিক্ষিত ভাই-বোনেরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইন্টারভিউ দিতে ঢাকা আসেন। তাদের সময়, খরচ ও হয়রানি কমাতে এ প্লাটফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন জুনাইদ আহমেদ পলক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের অনুপ্রেরণায় ‘ইমপোরিয়া’ সফটওয়্যারটি তৈরি করা হয়। এর লিংকঃ https://emporia.bcc.gov.bd/

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির পরিচালক এনামুল কবির প্রমুখ।

এ জাতীয় আরও খবর