শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাতিল করতে হবে ডিএমপি’র নির্দেশনা : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিন ঢাকায় রাজনৈতিক কর্মসূচির বিষয়ে ঢাকা মহানগর পুলিশের নির্দেশনায় বিস্ময় প্রকাশ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। আজ সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। একই সঙ্গে আজ পূর্ব ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ স্থগিত করে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের নির্দেশনা আমাদেরকে বিস্মিত করেছে। কারণ, সরকারি প্রোগ্রামের সাথে আমাদের প্রোগ্রামের কোনো সংঘাত নেই। তারা তাদের প্রোগ্রাম করবে, আমরা আমাদের প্রোগ্রাম করব। এই নির্দেশনা প্রত্যাহার করে আমাদের রাজনৈতিক দল ও অন্য সামাজিক প্রতিষ্ঠানগুলোকে তাদের এই সূর্বণ জয়ন্তী পালনের জন্য সব রকমের অনুষ্ঠানে যেন বাধা সৃষ্টি করা না হয়, সেই অনুরোধ আমরা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘শুধু তাই নয়, তিনি (ডিএমপি কমিশনার) বলেছেন অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রামস (রাষ্ট্রবিরোধী কর্মসূচি)। এটা কেন বলেছেন, কীভাবে বলেছেন, সেটার একটা ব্যাখ্যা জানতে চাই আমরা। এন্টি ন্যাশনাল বলতে উনি কী বোঝাচ্ছে এটা আমাদেরকে ব্যাখ্যা করে বলতে হবে। আমরা বুঝতে পারছি না স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদপান করা বা পালন করা কী অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম?’

১৭ মার্চ থেকে ২৬ মার্চ রাষ্ট্রীয়ভাবে নেওয়া কর্মসূচির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা তো অবশ্যই সরকারি প্রোগ্রাম হবে। বিদেশ থেকে রাষ্ট্রীয় মেহমানরা আসবেন। আমরা যথা সম্ভব নিঃসন্দেহে সেটাকে সহযোগিতা করব। এটা আমাদের জাতির সন্মানের প্রশ্ন, এটা আমাদের মর্যাদার প্রশ্ন-আমরা অবশ্যই সেটাকে সেইভাবে দেখব।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সব সময়ই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। মূল চেতনায় বিশ্বাস করে, জনমানুষের আকাঙ্ক্ষা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি, সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে বিএনপি। বাক-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে বিএনপি। জনগণের কথা বলার যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করেছে বিএনপি। গণতন্ত্রের যে মৌলিক বিষয়গুলো বিএনপি প্রতিষ্ঠা করেছে। আমাদের দুর্ভাগ্য যখন স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি, তখন সেই গণতন্ত্র বাংলাদেশে নেই। মানুষের অধিকার হরণ করা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে দেশে একটা একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করতে একটা নীলনকশা প্রতিষ্ঠা করতে চলেছে।’