শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৭ থে‌কে ২৬ মার্চ প্রয়োজন ছাড়া বের হ‌বেন না, বললেন আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবা‌র্ষিকী‌তে আগত বিদেশি রাষ্ট্রপ্রধান ও অতিথিদের নিরাপত্তার স্বার্থে ১৭ থে‌কে ২৬ তা‌রিখ পর্যন্ত ঢাকার নাগরিকেরা প্রয়োজন না হ‌লে বাইরে বের হ‌বেন না। এ সময় কোন ধর‌নের সভা স‌মি‌তির আ‌য়োজন কর‌বেন না— বললেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহ‌মেদ।

রাজারবা‌গে বাংলা‌দেশ পু‌লিশ সা‌র্ভিস ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সোমবার সকা‌লে তি‌নি এ কথা ব‌লেন।

অনুষ্ঠানে ১২৪ জন মেধাবী শিক্ষার্থীকে ১৩ লাখ ৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

আইজিপি বেনজীর আহ‌মেদ ব‌লেন, ব্রিটিশ ভার‌তে বাঙালিরা মেধায় অনন‌্য। ভারত উপমহা‌দে‌শে আসা চার‌টি নো‌বে‌লের তিন‌টিই পে‌য়ে‌ছে বাঙালিরা।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরাত দিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ শিক্ষার্থী প্রেরণকারী দেশ। শিক্ষাখা‌তে প্রধানমন্ত্রী সর্বোচ্চ বরাদ্দ দি‌য়ে‌ছে।

তি‌নি ব‌লেন, এক সময় শহ‌রের ডাস্ট‌বিন থে‌কে মানুষ খাবার কুড়িয়ে খে‌য়ে‌ছে। গত ১২ বছ‌রে বাংলাদেশের বিস্ময়কর উন্নতির কারণে দারিদ্র্য পরাজিত হয়েছে। ক্ষুধা মহামারি আজ পরাজয়ের দ্বারপ্রান্তে। ৪/৫ বছ‌র পর আর কো‌নো শিশু‌কে দ‌রিদ্র প‌রিব‌ারে জন্ম নি‌তে হ‌বে না।

শুধু সার্টিফিকেটের জন‌্য লেখাপড়া নয় উল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, আমরা দেওয়াল প‌ত্রিকায় লেখালেখি করতাম। তো‌মা‌দের শুধু ফেসবু‌কে না থে‌কে পড়া‌লেখা কর‌বে।

আইজিপি ব‌লেন, যৌথ প‌রিবার ভেঙে অণু পরমাণু হ‌য়ে‌ছে। চূর্ণবিচূর্ণ হ‌য়ে‌ছে। যৌথ প‌রিবারে খালা ফুফু দা‌দি থে‌কে পরামর্শ পেত। আমার সন্তানকে দি‌য়ে বু‌ঝি যে সন্তানরা কত নিঃসঙ্গ। য‌দি একটা যৌথ প‌রিব‌া‌রে থাকতো তাহ‌লে এত লোন‌লি থাক‌তো না। এখন শুধু বন্ধুদের সঙ্গে শেয়ার ক‌রে। এখন আমরা আত্মীয়দের আসা পছন্দ ক‌রি না। আমা‌দের আড্ডা হ‌য়ে গে‌ছে অনলাইন নির্ভর। বাবা-মা‌কে বল‌বো সন্তান‌দের সময় দিন।

তি‌নি ব‌লেন, ধর্মীয় চর্চা, রী‌তি-ন‌ী‌তি থে‌কে দূ‌রে স‌রে যাওয়া যা‌বে না। আ‌মার ধর্মীয় বিশ্বাস থে‌কে আমি বল‌বো, ধমীয় চর্চা অপরাধ থে‌কে দূ‌রে রা‌খে। তোমরা মাদক থে‌কে দূ‌রে থাক‌বে। কৌতূহলে মাদক নি‌লে নি‌জের এবং প‌রিবার ধ্বংস হ‌য়ে যাবে।

বিদেশের মা‌টিতে অপপ্রচারের ব‌্যাপ‌া‌রে আইজিপি ব‌লেন, বি‌দেশে গিয়ে এক শ্রেণির কুলাঙ্গার দেশের বদনামে লে‌গে যায়। তারা দেশ রাষ্ট্রের বিরুদ্ধে কথা ব‌লে কী অর্জন কর‌তে চায়। দেশ‌কে যারা ছোট ক‌রে তারা কুলাঙ্গার।

পু‌লিশ সদরদপ্ত‌রে অতিরিক্ত আইজিপি (অ্যাড‌মিন অ্যান্ড অপস) মঈনুর রহমান চৌধুরী ব‌লেন, যে বঙ্গবন্ধুর হাত ধ‌রে আমরা স্বাধীনতা অর্জন করলাম তা‌কেই মে‌রে ফেলা হ‌লো। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে হত‌্যার চেষ্টা করা হ‌য়ে‌ছে। আজ‌কে স্বাধীনতার ৫০ বছর প‌রেও বঙ্গবন্ধু‌কে কটু‌ক্তি ক‌রার সাহস ক‌রে।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়, বাংলাদেশ পু‌লিশ সা‌র্ভিস অ্যাসো‌সি‌য়েশ‌নের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।