শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই ডোজে করোনা ঝুঁকি কম

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের টিকা নেয়ার কারণে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সূত্র: বিবিসি বাংলা

অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে, এই টিকা নেয়ার পরেও কারও কারও কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হচ্ছে।

সেই ভুল ভাঙ্গতে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, করোনাভাইরাসের টিকা নেয়ার কারণে কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা পজিটিভ শনাক্ত হওয়ার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিন্তু করোনাভাইরাসের দুইটি ডোজ শেষ হওয়ার পরেও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে আরো দুই সপ্তাহ সময় লাগে। সেই পর্যন্ত সতর্ক না থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। তবে দুই ডোজ দেয়ার দুই সপ্তাহ পর্যন্ত সতর্ক থাকলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে না।

এই কারণে ভ্যাকসিন গ্রহণের পূর্বে ও পরেও মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র : বাংলাদেশ জার্নাল