শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গায়ে পেট্রোল ঢেলে সাংবাদিকের আত্মহত্যার হুমকি

news-image

অনলাইন ডেস্ক : রংপুরে সাজ্জাদ হোসেন বাপ্পী নামে এক সাংবাদিক নিজের শরীরে পেট্রল ঢেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন। টিসিবির পচা পেঁয়াজ বিক্রি বন্ধ ও আগামী সাত দিনের মধ্যে রংপুর থেকে টিসিবির কর্মকর্তা প্রতাপ চন্দ্রকে অপসারণ করা না হলে আত্মহত্যার পথ বেছে নেবেন বলে হুমকি দেন তিনি।

আজ বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন সাজ্জাদ হোসেন বাপ্পী। তিনি দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

টিসিবির পচা পেঁয়াজ বিক্রিসহ বিভিন্নভাবে গ্রাহকদের হয়রানির খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় চিঠি দিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে রংপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে এই সাংবাদিক বলেন, ‘আজ আমরা অসহায় হয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি। রংপুরে পঁচা পেঁয়াজ কিনতে ক্রেতাদের বাধ্য করছে টিসিবি। বিভিন্নভাবে ভোক্তাদের হয়রানি করছে তারা। সাধারণ মানুষের ওপর টিসিবির জবরদস্তি নিয়ে সংবাদ প্রকাশ করায় এখন হুমকি দেওয়া হচ্ছে। ঢাকায় পত্রিকা অফিসে চিঠি দিয়ে রংপুর টিসিবির কর্মকর্তা প্রতাপ চন্দ্র সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন।’

রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন-রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজীদ আহাম্মেদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম জীবন, ভিডিও ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রংপুর কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন, বাংলাভিশনের রংপুর অফিস প্রধান জুয়েল আহাম্মেদ, কলকাতা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন-জেলা বাসদের সমন্বয়ক আব্দুল কুদ্দুস। সমাবেশ পরিচালনা করেন যমুনা টেলিভিশনের রংপুরের স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-প্রবীণ সাংবাদিক দি ইনডিপেনডেন্ট পত্রিকার রংপুর প্রতিনিধি আব্দুস সাহেদ মন্টু, দেশ টিভির প্রতিনিধি আবু আসলাম, ডিবিসি নিউজের প্রতিনিধি নাজমুল ইসলাম নিশাত, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আফতাব হোসেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহফুজুল ইসলাম বকুল, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নজরুল ইসলাম রাজু, সাংবাদিক চঞ্চল চৌধুরী, ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুকসহ রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।

সূত্র : আমাদের সময়