শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাজনে পাওয়া করোনার ধরন তিনগুণ বেশি সংক্রামক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের আমাজনে পাওয়া করোনাভাইরাসের একটি ধরন তিনগুণ বেশি সংক্রামক হতে পারে। কিন্তু প্রাথমিক বিশ্লেষণ বলছে– এ ধরনের বিরুদ্ধে টিকা কার্যকর।

বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এডুয়ের্ডো পাজুয়েল্লো এ কথা বলেছেন। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে জঙ্গলের শহর ম্যানুসে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে।

এতে চাপের মধ্যে থাকা এডুয়ের্ডো পার্লামেন্টকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে, সাম্প্রতিক কয়েক মাসে সংক্রমণ বৃদ্ধি অপ্রত্যাশিত হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে।

সিনেটের শুনানিতে তিনি বলেন, আগামী জুন নাগাদ জনসংখ্যার মধ্যে যারা সক্ষম, তাদের অর্ধেককে টিকা দেওয়া হবে। আর বছর শেষ হওয়ার আগে বাকিদেরও প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হবে।

কিন্তু অর্ধেক জনসংখ্যার জন্য করোনার টিকা পাওয়ার নিশ্চয়তা না থাকলেও তিনি এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা জানিয়েছেন।

সপ্তাহ তিনেক আগে চীনের সিনোভ্যাক বায়োটেক ও ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কার্যক্রম শুরু করেছে দক্ষিণ আমেরিকার দেশটি। কিন্তু ম্যানুসে পাওয়া নতুন ধরনের প্রতিরোধে টিকা কতটা কার্যকর; তা ব্যাখ্যা করতে পারেননি এডুয়ের্ডো পাজুয়েল্লো।

তিনি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ। বিশ্লেষণ থেকে আমরা পরিষ্কার বার্তা পেয়েছি, করোনার ম্যানুসের ধরনের বিরুদ্ধেও টিকা কার্যকর।

এ জাতীয় আরও খবর