শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গান শোনাবে শাওমি স্মার্ট চশমা!

news-image

অনলাইন ডেস্ক : প্রযুক্তি জগতে যুক্ত হচ্ছে নিত্য নতুন সব পণ্য। এবার এমন এক স্মার্ট চশমা আনছে চীনা প্রযুক্তি কোম্পানি শাওমি, যাতে শোনা যাবে গান। ফলে প্রয়োজন হবে না কোনো হেডফোন।

জি মেইল জানায়, ইতিমধ্যে স্মার্ট চশমা তৈরির কাজ শুরু করেছে অ্যাপল, স্যামসাং, অপো এবং ভুজিক্সের মতো টেক জায়ান্টরা। এখন শাওমিও আনতে যাচ্ছে স্মার্ট চশমা।

স্মার্ট গ্লাসে মূলত আগমেন্টেড রিয়েলিটি বা এআর প্রযুক্তি থাকে। ভার্চুয়াল তথ্য দেবে এই চশমা। ফোনে যেমন ফটো ও ভিডিও আলাদা করে রাখা ও দেখা যায়, এই চশমাতেও তেমনই অপশন থাকবে।

ফোনের নোটিফিকেশনও চশমায় দেখা যাবে। থাকবে নেভিগেশন। এ ছাড়া হেডফোন ছাড়াই শোনা যাবে গান।

শাওমি তাদের তাদের স্মার্ট চশমায় ফটোথেরাপি ফিচার দিতে পারে। যার ফলে এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও অস্থিরতায় ভোগা ব্যক্তিদের চিকিৎসাও সম্ভব হবে।

সাউন্ড ও ভিজুয়াল, দুই রকম সিগন্যাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে। এর আগে এমআই এয়ার চার্জের ব্যাপারে জানিয়েছিল চীনা কোম্পানিটি। এটির মাধ্যমে কেবল বা ওয়ারলেস চার্জিং ছাড়া যে কোনও ডিভাইস চার্জ করা যাবে।