শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একাত্তর টিভির ভিডিও এডিটর নিহতের ঘটনায় বাসের হেলপার গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : ঢাকায় বাসচাপায় একাত্তর টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধর নিহতের ঘটনায় ভিক্টর পরিবহনের চালকের সহকারী মামুন হাওলাদারকে (৩৮) ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ ডেবরা শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামুন উপজেলার মাদবপাশা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার বিকালে একাত্তর টিভির অফিস থেকে মোটরসাইকেলে খিলক্ষেতের বাসায় যাচ্ছিলেন ভিডিও এডিটর গোপাল সূত্রধর। পেছন থেকে যাত্রীবাহী বাস ভিক্টর পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় বাসের চালক জাহাঙ্গীর হোসেন ও চালকের সহকারী মামুন হাওলাদার পালিয়ে যান। এ ঘটনায় গুলশান থানায় মামলা হলে পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়।

মোবাইল ফোন ট্র্যাকিং করে চালকের সহকারী মামুনের সন্ধান জানতে পারে পুলিশ। তিনি নলছিটি উপজেলার দক্ষিণ ডেবরা গ্রামে তার শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন।

বৃহস্পতিবার রাতে নলছিটি থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়।

নলছিটি থানার ওসি আলী আহমেদ বলেন, গ্রেফতার মামুনকে শনিবার গুলশান থানায় হস্তান্তর করা হবে।