শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুরুতর নয় তাসকিনের চোট

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার পেটে গেছে গত বছরের প্রায় পুরোটা। তার আগের বছরও ভালো যায়নি তাসকিন আহমেদের। কিউই সফরের আগে ইনজুরিতে পড়ে বিশ্বকাপটা পর্যন্ত শেষ হয়ে যায় তার। এবার তাসকিন ধারাবাহিক হতে অনেক পরিশ্রম করেছেন। তবে চোট নামক ঘাতক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেরাটা দিতে মুখিয়ে থাকা তাসকিনের মন খারাপ করে দিয়েছিল।

সোমবার বা-হাতের আঙুলে চোট পান তাসকিন। তবে ওই চোট গুরুতর নয়। তিনি তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন না। বরং সুস্থ হয়েই ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া ওয়ানডে সিরিজে খেলতে পারবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। খবর-ইউএনবি

মঙ্গলবার তিনি বলেন, ‘তাসকিনের হাতে দুটি সেলাই লেগেছে। তবে ক্ষতটা অতো গুরুতর নয়। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি খেলতে পারবেন। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। সোমবার আঙুলে ব্যথা পেয়েছিলেন তিনি। কাটাটা বেশি গভীর ছিল না। সিরিজ খেলতে সমস্যা হবে না বলেই মনে করছি।’

বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদও সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদি। তিনি ইউএনবিকে বলেন, ‘আঙুলে ছোট ছোট দুটি সেলাই লেগেছে। সামনে সিরিজ শুরুর যে সময় আছে, এর মধ্যে অনুশীলনে ফিরে যেতে অসুবিধা হবে না।’

আন্তর্জাতিক অঙ্গনে তাসকিন আহমেদের পথচলা ছয় বছরের। তবে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পরে আর কোন ওয়ানডে খেলা হয়নি তার। ২০১৪ সালে ভারতের বিপক্ষে স্বপ্নের মতো অভিষেক হয় তাসকিনের। প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে ধ্বস নামিয়ে দিয়েছিলেন ভারতের। তবে এই ছয় বছরের ক্যারিয়ারে তিনি ৩২ ওয়ানডে, ১৭ টি-২০ এবং পাঁচ টেস্টের বেশি খেলতে পারেন নি।

এ জাতীয় আরও খবর