শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ব্রিটেনে মডার্নার ভ্যাকসিন অনুমোদন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তৃতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার ভ্যাকসিন অনুমোদন করেছে বৃটেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশটির মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি বা এমএইচআরএ শুক্রবার তৃতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদন দেয়।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই ভ্যাকসিন অনুমোদন দিয়েছিল।

বিশ্বের প্রথম দেশ হিসেবে আরেক মার্কিন কোম্পানি ফাইজারের টিকার অনুমোদন দিয়েছিল ব্রিটেন। পরে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা টিকারও অনুমোদন দেওয়া হয়। এবার তৃতীয় টিকা হিসেবে মডার্নার ভ্যাকসিন অনুমোদন পেল। এমএইচআরএ’র বিজ্ঞানীদের দল এবং ওষুধ সংক্রান্ত স্বাধীন কমিশনের সমন্বিত পর্যবেক্ষণের পর এই ভ্যাকসিন অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, মডার্নার ভ্যাকসিন বৃটিশ মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ন এবং এটি সুরক্ষা মান ও কার্যকরিতার বিচারে নির্ভরযোগ্য।

এদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্য এরইমধ্যে মডার্নার ভ্যাকসিনের ৭০ লাখ ডোজ অর্ডার করেছে।

এই ভ্যাকসিন ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিনের মতো একই প্রযুক্তিতে তৈরি। দাবি অনুযায়ী, এর কার্যকরিতা শতকরা ৯৪ শতাংশ। সর্বোচ্চ কার্যকরিতা নিশ্চিতে এটিরও দুই ডোজ ভ্যাকসিন প্রদান করতে হয়।