বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ইনিংসে বড় লিড নিল নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে স্বাগতিকেরা ১৯২ রানের লিড পেয়েছে।

সোমবার মাউন্ট মঙ্গানুই টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংস ২৩৯ রানে গুটিয়ে দেয় কিউইরা।

সর্বাধিক ৩ উইকেট নেন কাইল জেমিসন। ২টি করে উইকেট নেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ড ও নিল ওয়াগনার।

১ উইকেটে ৩০ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান ৮০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। ফলোঅন চোখ রাঙাচ্ছিল তখন। এরপর ফাহিম আশরাফ ও মোহাম্মদ রিজওয়ানের দৃঢ়তায় দলটা দুই শ ছাড়ানো স্কোর গড়ে।

ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান ও ফাহিম ১০৭ রান যোগ করেন। ফাহিম ১৩৪ বলে ১৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৯১ রান করেন। পাকিস্তানের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। রিজওয়ান ৭১ রান করেন। ২০৫ বলে ৮ চারে নিজের ইনিংস সাজান তিনি।

পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার পর আর বল মাঠে গড়ায়নি। মঙ্গলবার দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিন শেষে ১৯২ রানে পিছিয়ে পাকিস্তান

নিউজিল্যান্ড ৪৩১: উইলিয়ামসন ১২৯, ওয়াটলিং ৭৩; শাহিন ৪/১০৯

পাকিস্তান ২৩৯: ফাহিম ৯১; জেমিসন ৩/৩৫, ওয়াগনার ২/৫০।

এ জাতীয় আরও খবর