শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেলবোর্নে জয় দেখছে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : মেলবোর্নে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পরাজয় এড়ানোই এখন চূড়ান্ত লক্ষ্য অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দলটির ব্যাটিং লাইনে ধস নামে। সুবাদে বক্সিং ডে টেস্টে জয়ের সুভাস পেতে শুরু করেছে সফরকারী ভারত।

সোমবার ভারতের চেয়ে ১৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। একপর্যায়ে মাত্র ১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ৯৯/৬-এ পরিণত হয় স্বাগতিক দল।

এরপর ক্যামেরন গ্রিন ও প্যাট কামিন্সের দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়ে ১৩৩ রানে দিন শেষ করেছে অজিরা। পেয়েছে ২ রানের লিড।

এর আগে ভারতের প্রথম ইনিংস থামে ৩২৬ রানে। ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দিন শুরু করেছিল দলটি। সেঞ্চুরি করে অপরাজিত থাকা রাহানে এদিন ব্যক্তিগত ১১২ রানে আউট হয়েছেন।

চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭১ রান থেকে শেষ সেশনে ৪ উইকেট হারিয়ে ফেলে।

অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ২৫ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ ২৮ রান খরচায় নিয়েছেন ১ উইকেট।

ইনজুরিতে পড়ায় ফাস্ট বোলার উমেশ জাদবকে ছাড়াই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করছে ভারত।

সিডনিতে প্রথম টেস্টে লজ্জায় ডুবেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে ৮ উইকেটে ম্যাচ হেরে বসে। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে দলটি।

সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার ২ রানের লিড

অস্ট্রেলিয়া ১৯৫ (লাবুসেন ৪৮, বুমরাহ ৪-৫৬) এবং ১৩৩ (ওয়েড ৪০, জাদেজা ২-২৫)

ভারত ৩২৬ (রাহানে ১১২, জাদেজা ৫৭, লায়ন ৩-৭২)।