শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ইসরায়েলের

news-image

অনলাইন ডেস্ক : কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দক্ষিণ এশিয়ায় এক ধাপ এগিয়ে গেল ইসরায়েল। এক চুক্তির মাধ্যমে শনিবার হিমালয় রাজ্য ভুটানের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হয়েছে। এ খবর জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কয়েক দিন আগে চতুর্থ আরব দেশ হিসেবে মরক্কো সম্পর্ক স্বাভাবিকে সম্মত হয়। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের সঙ্গে সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে ইসরায়েল। এতে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত রনমালকা বলেন, ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেটসপন্যামগায়েলের সঙ্গে যে চুক্তি করেছেন তাতে দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী গাবি আসকেনজাই এক বিবৃতিতে বলেন, তার দেশের পরিধি বিস্তৃত হচ্ছে।

আরও বলেন, ভুটানের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে এশিয়ায় ইসরায়েলের সম্পর্ক আরও গভীর করার নতুন পদক্ষেপ সূচিত হলো।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে এ চুক্তির প্রশংসা করেন।

ভুটানের সঙ্গে অর্ধশতের বেশি দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সম্পর্ক আরও বাড়াতে তারা আগ্রহী বলে জানা গেছে।

ভুটান ১৯৭১ সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের সঙ্গে দেশটির কোন কূটনৈতিক সম্পর্ক নেই।

এ জাতীয় আরও খবর