শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের আকাশে মেঘের উপস্থিতি বাড়ায় কুয়াশা পরিস্থিতি ধীরে ধীরে কমতে শুরু করেছে। শনিবার রাজধানীসহ অনেক স্থানেই অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলেছে। দিনের তাপমাত্রা বেড়েছে এবং রাতের তাপমাত্রা কমেছে। সূর্যের দেখা মিলেছে আজও। এ অবস্থায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কেবল ঢাকা নয়, দেশের প্রায় সব অঞ্চলে আজ কুয়াশার পরিমাণ কম থাকার পূর্বাভাস রয়েছে।

এ জাতীয় আরও খবর