শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যাকাতের টাকা আত্মসাৎ, ২৮ ডিসেম্বর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন

news-image

অনলাইন ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদী বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

আজ সোমবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত ১ এর বিচারক সৈয়দা হোসনে আরা এই দিন ধার্য করেন।

এছাড়াও সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির আরেকটি মামলায় বাদী পক্ষের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এই মামলায় আবার ৬ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এর আগে আজ সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে বকশীবাজার অবস্থিত আদালতে নেয়া হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে যাকাতের অর্থ আত্মসাতের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাঈদীর বিরুদ্ধে মামলা করে ইসলামিক ফাউন্ডেশন। আর ২০১২ সালে কর ফাঁকির মামলার অভিযোগ গঠন হয়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর