শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেঁচে থাকার লড়াইয়ে নামছে মুশফিক-শান্তরা

news-image

স্পোর্টস ডেস্ক : ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’-এ রোববার দিনের দুই ম্যাচে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামবে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা ও নাজমুল হোসেন শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহী। দুই দলই নামবেন টুর্নামেন্টে বেঁচে থাকার লড়াইয়ে।

টানা তিন ম্যাচ হারের পর সর্বশেষ দুই ম্যাচে জিতেছে ঢাকা। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জেতার পর সর্বশেষ তিন ম্যাচে রাজশাহী জয়ের মুখ দেখেনি। সমান সংখ্যক ম্যাচে দুই দলেরই পয়েন্ট চার। তবে ঢাকা থেকে রানরেটে পিছিয়ে আছে রাজশাহী।

দিনের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকা খেলতে নামবে এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। মুশফিক-আকবরদের লড়তে হবে মোস্তাফিজ-শফিকুলদের বিরুদ্ধে। মোস্তাফিজ আছেন দুর্দান্ত ফর্মে। ব্যাটিংয়েও ঢাকা থেকে ঢের শক্তিশালী সাগরিকা পাড়ের দলটি। দুই ওপেনার সৈম্য-লিটন আছেন দুর্দান্ত ফর্মে। জিততে হলে এ দুজনকেই শুরুতে ফেরাতে হবে মুশফিকের দলকে।

অন্যদিকে রাজশাহী খেলতে নামবে জেমকন খুলনার বিপক্ষে। তারকায় ঠাসা খুলনা ব্যাট হাতে বড় কিছু করতে পারছে না। তবে বোলিংয়ে সাকিবরা ভালো করায় বেশ একটা বিপদে পড়তে হচ্ছে না। পাঁচ ম্যাচের মধ্যে তিন জয় দলটির। অন্যদিকে তারুণ্যে ভরা রাজশাহী টুর্নামেন্টের শুরুতে জিতলেও শেষ দিকে জিততে পারছে না পদ্মা পাড়ের দলটি।

শুরুতেই খুলনার টপ অর্ডার ভেঙে ব্যাট হাতে যদি শান্তরা ঝড় তুলতে পারেন তাহলে শেষ হাসি নিয়েই ফিরতে পারবেন। ঢাকা-রাজশাহীর মধ্যে যে দলই হারবে কোয়ালিফায়ারের দৌড়ে পিছিয়ে যাবে। তখন সুযোগ এসে যাবে তামিমের বরিশালের সামনে। নক আউটে যাওয়ার দৌড়ে বেঁচে থাকতে হলে জয় ছাড়া বিকল্প নেই দল দুটোর সামনে।