শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাবি অধ্যাপক মামুন বিশ্বের সেরা পদার্থবিজ্ঞানীদের তালিকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত এক জরিপে ২০২০ সালের বিশ্বের সেরা পদার্থবিজ্ঞানীদের তালিকায় স্থান লাভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন।

বিশ্বের পদার্থবিজ্ঞানীদের মধ্যে থেকে সেরা বিজ্ঞানীদের (শতকরা দুই ভাগ) নিয়ে প্রকাশিত তালিকায় স্থান করে নেন তিনি।

অধ্যাপক ড. এ এ মামুন নিজেই সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন অধ্যাপক মামুন। তিনি জার্মানির হোমবোল্ট পোস্টডক ফেলো।

এই জাবি অধ্যাপক বাংলাদেশ একাডেমি অব সায়েন্স কর্তৃক জুনিয়র ও সিনিয়র গ্রুপে স্বর্ণপদক লাভ করেন। এ ছাড়াও তিনি জার্মানি থেকে অতি সম্মানজনক ‘ব্যাসেল রিসার্চ অ্যাওয়ার্ড’ পাওয়ার গৌরব অর্জন করেন।

উল্লেখ্য, বিশ্বের খ্যাতনামা গবেষণা জার্নালে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৪১৭টি।

অধ্যাপক ড. এ এ মামুনের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এ জাতীয় আরও খবর