শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে অদ্ভুত প্রাণীর সন্ধান

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলছে নির্বাচনের ফলাফলের অপেক্ষা। কিন্তু এর মধ্যেই অন্য একটি ঘটনা কার্যত হইচই ‌ফেলে দিল ভার্জিনিয়ায়। সম্প্রতি সেখানকার বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা উদ্ধার করেছিলেন অদ্ভুতদর্শন এক প্রাণী। যা দেখতে অনেকটা সাপের মতো হলেও আদতে সাপ নয়।

প্রাণীটি দেখে কেউই অবশ্য নাম বা পরিচয় পাওয়া যায়নি । এমনকি, প্রাণীটিকে চিহ্নিত করতে সাহায্যও চান কর্মকর্তারা। শেষপর্যন্ত অবশ্য প্রাণীটির পরিচয় জানা গেছে। আর গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যও ছড়িয়েছে। আসলে ওই প্রাণীটি সাপ নয়, একটি পোকা। যার নাম হ্যামারহেড ওয়ার্ম।

যে কারণে ফেসবুকে প্রাণীটির একটি ভিডিও পোস্ট করা হয় ভার্জিনিয়ার বনপ্রাণী বিভাগের পক্ষ থেকে। তারা জানায়, প্রাণীটিকে পাওয়া গেছে মিডলোথিয়ান এলাকায়। লম্বায় ১০ থেকে ১২ ইঞ্চি। মাথাটি চ্যাপ্টা। দেখতে অনেকটা সাপের মতো। এরপরই বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা জানান, ‌‌সমস্যা হচ্ছে, আমরা বুঝতে পারছি না এটি আসলে ঠিক কী এবং কতটা ক্ষতিকর?‌ দেখতে অনেকটা দু’‌মুখো সাপের মতো। যদি কেউ জানেন এটি কী, তাহলে কমেন্ট করে জানান।

ভিডিও পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ কেউ প্রাণীটিকে চিনতেও পারেন। জানান, এটি আসলে‌ হ্যামারহেড ওয়ার্ম। সাপের মতো দেখতে হলেও এটি সাপ নয়। পরবর্তীতে ভার্জিনিয়া ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফের একটি পোস্ট করে এটির পরিচয় জানানো হয়। আসলে এই ধরনের পোকাকে সহজে মারা যায় না। নিজের শরীরে ক্ষুদ্র অংশ থেকেও জন্ম নিতে পারে এই হ্যামারহেড ওয়ার্ম।

এ জাতীয় আরও খবর