শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অধ্যাপক ডা. এম এ জলিল করোনায় মারা গেলেন

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ জলিল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২:২০ মিনিটে ঢাকা সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় শিক্ষক অধ্যাপক এম এ জলিল স্যার আজ শুক্রবার ১২:২০ মি: এ কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি সকলের কাছে পিতৃতুল্য এবং অসম্ভব জনপ্রিয় শিক্ষক ছিলেন।’

ডা. এম এ জলিলের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা এফডিএসআর এর পক্ষ থেকে স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করছি। একইসঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

বিভিন্ন মেডিকেল কলেজে ফিজিওলজির অধ্যাপনা করেছেন অধ্যাপক ডা. এম এ জলিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং অবসরের পর কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বপালন করেছেন এই চিকিৎসক।

এ জাতীয় আরও খবর