শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নায়িকা পূর্ণিমার গোপন তথ্য ফাঁস!

news-image

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। সম্প্রতি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ছবির শুটিং-য়ে হাজির হয়েছিলেন তিনি। এই ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা।

তবে শুটিং-এ ফিরেই অসুস্থ হয়ে পড়েন নায়িকা। এরপরই তাকে নিয়ে বেরিয়ে আসে গোপন একটি তথ্য।

জানা যায়, কিছু দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পূর্ণিমা। বিষয়টি গণমাধ্যমে না জানালেও জানতেন নায়িকার কাছের কয়েকজন। তবে সেই গোপনীয়তা আর থাকলো কই?

গত রোববার (১৮ অক্টোবর) এফডিসিতে একদিন শুটিং করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। এরপর বেরিয়ে আসে তার করোনাক্রান্তের খবর।

সফল অভিনেত্রী দিলারা হানিফ পূর্নিমা। যার কিছু ছবি দর্শকদের কাছে অনেক প্রিয় এবং ব্যবসায় দিয়েছে সাফল্য। মাঝখানে অনেকদিন যাবত তাকে সিনেমা পাড়ায় দেখা যায়নি। তবে আবারো তিনি অভিনয় জগতে ফিরে এসেছেন।

গত মার্চে সর্বশেষ ছবির শুটিংয়ের জন্য ক্যামেরায় দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর দেশে করোনার কারণে সব ধরনের শুটিং বন্ধ হয়ে যায়।

এদিকে নতুন ছবির শুটিং নিয়ে ‘গাঙচিল’- এর পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, পূর্ণিমা অসুস্থ হওয়ায় বন্ধ রয়েছে তার শুটিং। তিনি এফডিসিতে সেট তৈরি করে করোনার পর দীর্ঘ বিরতি দিয়ে নতুন করে কাজ শুরু করেছিলেন।

তিনি আরো বলেন, ‘এখনো পূর্ণিমার অবস্থা আগের মতোই রয়েছে। অপেক্ষা করবো, সুস্থ হলে শুটিং করবো। নইলে কিছুদিনের জন্য শুটিং বন্ধ রাখতে হবে।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমা ‘গাঙচিল’। ছবিটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতূপর্ণা সেনগুপ্ত। এতে আরো অভিনয় করছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন