শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙামাটিতে গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত, এক সেনাসদস্য আহত

news-image

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির নানিয়াচরে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে ২ জন ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত এক সেনাসদস্যকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টা দিকে নানিয়াচর উপজেলার বুড়িঘাট রউফ টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই ইউপিডিএফ সদস্যের একজনের নাম রকেট চাকমা বলে জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় শাহাবউদ্দিন নামে একজন সেনাসদস্য আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়ছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, ইউপিডিএফ মূল দলের পরিচয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কাপ্তাই হ্রদের জেলেদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। এ তথ্য পেয়ে রাঙামাটি সদর জোনের সেনাবাহিনী একাধিক দলে বিভক্ত হয়ে মঙ্গলবার বিকালে মাছ ব্যবসায়ী সেজে বুড়িঘাটে রউফ টিলা এলাকায় ইউপিডিএফকে চাঁদা দিতে যায়।

সেখানে গিয়ে ইউপিডিএফ চাঁদা কালেক্টর একাধিকবার জায়গা পরিবর্তন করে। পরে চাঁদা কালেক্টর একটি বার্জিম বোট নিয়ে চাঁদা নিতে আসলে সেনাবাহিনীর এক সদস্য কালেক্টরকে ঝাপটে ধরে ফেলেন। এমন সময় কালেক্টর চিৎকার করলে পাহাড় থেকে ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করা শুরু করে। এতে সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় উভয় পক্ষের প্রায় ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। পরে সন্ত্রাসীরা চলে গেলে ঘটনাস্থলে দু’জনের লাশ ও একটি একে৪৭ রাইফেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ ও অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখে সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে।

তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে কিছু জানানো হয়নি।

রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির জানান, ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন