শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বহিরাগতদের পেলে ব্যবস্থা : ঢাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। বহিরাগতদের পেলে তার ব্যবস্থা নেয়া হবে। তবে ক্যাম্পাস এলাকা দিয়ে গাড়িতে করে যাতায়াতে বাধা নেই।

সোমবার (১২ অক্টোবর) বহিরাগতদের ঢোকা নিষিদ্ধ করে প্রক্টরিয়াল টিম। বিকেল থেকে ক্যাম্পাসে মাইকিং করে সতর্ক করে দেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। তারা অস্থায়ী দোকানগুলো বন্ধের নির্দেশ দেন। ঘোষণার পরেও কোনো বহিরাগতকে পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয় মাইকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী গণমাধ্যমকে বলেন, ‘এটা আমাদের ধারাবাহিক কর্মসূচির মধ্যে পড়ে। তাছাড়া দ্বিতীয় পর্যায়ে করোনার প্রকোপ সম্পর্কে জানতে পারছি। তাই জটলা করার ক্ষেত্রে আমরা বিধি-নিষেধ দিয়েছি।’

‘এখন বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, শিক্ষার্থী নেই। সেখানে বহিরাগতরাই এসে জটলা পাকাচ্ছে। তাছাড়া করোনা রোধে আমরা দোকান বন্ধের নির্দেশ দিয়েছিলাম। ইদানীং দেখছি তারা নিয়ম না মেনে দোকান খুলছে।’

বহিরাগত বলতে কী বুঝিয়েছেন জানতে চাইলে প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট যারা আছেন তাদের বাইরে সবাই বহিরাগত।’

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বহিরাগত কিনা এমন প্রশ্নে রাব্বানী বলেন, ‘তারা ঠিক বহিরাগত না, কিন্তু প্রয়োজনের বাইরে আসতে পারবে না।’ আমারসংবাদ

এ জাতীয় আরও খবর