শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদ ভবনের সামনে ধর্ষণবিরোধী সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ চলছে। আজ শনিবার বিকেল ৪টায় ‘ফেমিনিস্ট অ্যাক্রস জেনারেশনস’ নামে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্মের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিক্ষোভকারীরা জানান, নারীর বিরুদ্ধে পুরুষের সহিংসতা কোনো পৃথক ঘটনা নয়, বরং যে সংস্কৃতি এই ধরনের সহিংসতার বিস্তার ঘটায়, তার বিরুদ্ধে মূলত সোচ্চার হওয়ার জন্য তারা একত্রিত হয়েছেন। নারীর ওপর সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা ব্যবস্থা ও সরকারি তৎপরতার প্রতি জোর দিয়েছেন বিক্ষোভকারীরা।

ভুক্তভোগীদের দায়ী নয় বরং অপরাধীদেরই জবাবদিহি ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতি জোর দেন বিক্ষোভকারীরা। এসময় বিক্ষোভকারীরা পুরুষতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন।

এ জাতীয় আরও খবর