সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণ : শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ কিংবা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ ও নিপীড়নের ঘটনা দেশের মানুষের সহ্যসীমাকে অতিক্রম করেছে। ধর্ষণকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি আর নারীদের নিরাপত্তার দাবিতে সোচ্চার সবাই। নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে বিবৃতি দিলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনকারীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সারা দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় উঠেছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদে অংশ নিচ্ছেন দেশের তারকারাও। দেশে ধর্ষণ মহামারির চেয়েও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। এটিকে জঘন্য ও বর্বরতম অপরাধ হিসেবে মনে করছেন তিনি।

সমাজ এখনো অনেক ক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না বলে উল্লেখ করেছেন শাকিব খান। তিনি বলেন, ‘নারী প্রথমে একজন মানুষ। তারপর একজন নারী কারও মা, কারও বোন। নারীকে মানুষ হিসেবেই মানুষের শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত।’ শাকিব আরও লিখেছেন, ‘একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছুর সঙ্গেই মায়ের তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে বেড়ায়—তার কোনো পরিচয় হয় না। সে পুরুষ না কী তার চেয়ে বড় তিনি মানুষ নন। তাঁর একমাত্র পরিচয় ধর্ষক।’

শাকিব খান এই মুহূর্তে ‘নবাব এলএলবি’ ছবির শুটিং করছেন। এই ছবিও ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে। প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘আমার শুটিং চলতি ছবি “নবাব এলএলবি”তে ধর্ষণের মতো জঘন্য বিষয় আর সামাজিক ব্যাধিকে প্লট হিসেবে বেছে নিয়েছি। একজন সচেতন মানুষ হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরনের ঘৃণিত অপরাধের বিরুদ্ধে আমি আমার কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব।’

 শাকিব খান

দল, মত, ক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন শাকিব খান। চেয়েছেন দৃষ্টান্তমূলক শাস্তি। সারা বিশ্ব বর্তমানে করোনা মহামারির মধ্য দিয়ে যাচ্ছে। এখনো বাংলাদেশে প্রতিদিন হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে ধর্ষণকে আরও ভয়ংকর উল্লেখ করে এই ঢালিউড নায়ক লিখেছেন, ‘দেশে মহামারির চেয়েও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। এর কারণ ওই সব মানুষরূপী নরপশুর নৈতিক অবক্ষয়, মাদকের বিস্তার, ধর্ষণসংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতা, বিচারপ্রক্রিয়ায় প্রতিবন্ধকতা এবং বিচারের দীর্ঘসূত্রতা।’

দেশের ধর্ষণের ঘটনায় ফেসবুকে সোচ্চার অভিনেত্রী জয়া আহসান, মৌসুমী, ওমর সানী, চঞ্চল চৌধুরী, নিপুণ, অরুণা বিশ্বাস, আফরান নিশো, অপূর্ব, মেহের আফরোজ শাওন, মৌটুসি বিশ্বাস, রওনক হাসানসহ একাধিক তারকা ধর্ষণের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়েছেন। সূত্র : প্রথম আলো

এ জাতীয় আরও খবর

টানা পাঁচ দফায় কমলো সোনার দাম

কিশোর গ্যাং দমনে কঠোর হতে বলল সংসদীয় কমিটি

ঢাকা-রাজশাহীসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠান কোথায় কখন বন্ধ থাকবে জানালেন মন্ত্রী

ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার

জ্যোতির ফিফটির পরও হারল বাংলাদেশ

আইনগত সহায়তা দরিদ্র-অসহায় নাগরিকের অধিকার: আইনমন্ত্রী

শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার নুসরাত

সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে নেতানিয়াহু

বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিলো ভারত

দুর্নীতির সরকার ক্ষমতায় থাকলে জনগণের সব বিক্রি করে দেবে : রিজভী