শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফে নির্বাচন : ভোট গ্রহণ শুরু

news-image

আগামী চার বছর কাদের হাত ধরে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে, সেটি নির্ধারণের দিন আজ। শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সকাল থেকে শুরু হওয়া বাফুফের কংগ্রেস দুপুর ২টার আগেই শেষ হয়ে গেছে। উৎসাহ-উদ্দীপনায় কাউন্সিলররা সেখানে যোগ দিয়েছেন। এরপরই শুরু হয়েছে কাঙ্ক্ষিত ভোট গ্রহণ। এবার ভোট দেওয়ার কথা ১৩৯ জন কাউন্সিলরের। ভোটাররা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

সকাল ১১টায় শুরু হয় বার্ষিক কংগ্রেস। সেখানে আলোচনা হয়েছে বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট নিয়ে। এরপর দুপুর ২টা থেকে শুরু হয়েছে নির্বাচনের আসল কারযক্রম ভোট। এবারের নির্বাচনে নির্বাহী পরিষদের ২১টি পদে দাঁড়িয়েছেন ৪৭ প্রার্থী। সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে ভোট গ্রহণ, এরপর গণনা।

প্রতিটি পদেই লড়াই হওয়ার ইঙ্গিত মিলেছে। সভাপতি পদে তিন জন, সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে আটজন ও সদস্য পদে ৩৬ জন অংশ নিয়েছেন।