রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোটি টাকার সম্পদসহ বিলীনের পথে স্কুলটি

news-image

ভোলা প্রতিনিধি : ভোলার তজুমুদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর জহির উদ্দিনের নিশ্চিন্তপুর শিকদার বাজারে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত চার তলায় স্কুল ভবন ও আশ্রয়কেন্দ্রটি মেঘনা নদীর গর্ভে বিলীন হতে চলেছে। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার অজুহাতে টেন্ডারের মাধ্যমে ভবনটি সঠিক সময় অপসারণ না করায় স্কুলের মূল্যবান সম্পদসহ ভবনটি নদী গর্ভে বিলীন হচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, মেঘনার তীব্র ভাঙনের কবলে বিলীনের অপেক্ষায় ভবনটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক প্রক্রিয়ায় ভবন অপসারণ না করায় স্কুলের সম্পদসহ নদী গর্ভে বিলীন হচ্ছে ভবনটি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বই-আসবাবপত্র-সোলারসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল জানান, চরের মানুষের আশ্রয় ও শিক্ষার প্রসার অব্যাহত রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

পজলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাসহ পরিদর্শন শেষে নিলামের মাধ্যমে অপসারণের জন্য নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু নদী ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ভবনের একাংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম চরজহিরউদ্দিনের মানুষের আশ্রয় ও শিক্ষা ব্যবস্থা প্রসারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) ২০১০-১১ অর্থ বছরে দুই কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে। এই ভবনে ২০০৮ সালে প্রতিষ্ঠিত নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করে প্রশাসন। ২০১৭ সালে এমপিও ভুক্ত হয়ে ১২ জন শিক্ষক সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছিলেন।