শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক পুলিশ সদস্য নিহত, আহত-২

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুলতান আহমেদ (৭০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে তার ছেলে ও নাতি আহত হয়েছেন। তাদেরকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে নগরীর নজিরের হাটের শ্যামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া নজিরেরহাট এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে সুলতান তার ছেলে রনি আহমেদ (২৮) ও এক নাতিসহ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শ্যামপুরের কাছিম বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন রনি। এ সময় তারা শ্যামপুরএলাকায় পৌঁছালে ঘাঘট নদী সংলগ্ন গুচ্ছগ্রাম থেকে আসা রংপুরগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি পাশের একটি পুকুরে পড়ে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সুলতান। দুর্ঘটনায় আহত হন তার ছেলে ও নাতি। পরে স্থানীযরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। হাজিরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি পাশের একটি পুকুরে পড়ে আছে। সেটি উদ্ধারসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।