শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর শপিংমল ও বাজারে ক্রেতাদের কারুপণ্যের মাস্ক দিলো জেলা প্রশাসন

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলা প্রশাসন উদ্যোগে ও কারুপণ্য এর সহযোগিতায় রংপুর মহানগরীর বিভিন্ন শপিংমল ও বাজারে আগত ক্রেতা ও সংশ্লিষ্ট সকলের জন্য দশ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত করে।

রংপুর মহানগরীর জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানি মার্কেট, সালেক মার্কেট, নবাবগঞ্জ বাজার, পৌরবাজার, জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মার্কেট, নিউ মার্কেটসহ অন্যান্য শপিংমল ও বাজারসমূহে এ মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত করে প্রশাসন। মাস্ক বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এদিকে করোনা ভাইরাসের শুরুতে ১০লাখ মাস্ক বিতরণ করে কারুপণ্য। বর্তমান আরও ৫ লাখ মাস্ক বিতরণ কর্মসূচী শুরু করে কারুপণ্য রংপুর লিমিটেড। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, সিটি কর্পোরেশন, রংপুর মেডিকেল কলেজ, রংপুর প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টিসিএসহ বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় কর্মরত সাংবাদিকদের পিপিই প্রদান করেছে কারুপণ্য।