শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন : ৩০ হাজার টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর সাতমাথায় অস্বাস্থ্যকর পরিবেশের একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান পচা, বাসি ও দুর্গন্ধ যুক্ত সেমাই ও মিস্টান্ত উদ্ধার করেছে। পরে ভ্রাম্যমান আদালত কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত সেমাই নষ্ট করার আদেশ দিয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক ।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর সাতমাথা আরকে রোডের পাশে দীপ ফুড প্রোডাকাশন নামের ওই সেমাই কারাখার অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখানে স্যাতস্যাতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও মিস্টান্ন বানিয়ে তা বাজারজাত করা হচ্ছিল। এসময় বিপুল পরিমান পচা সেমাইসহ সেমাই বানানোর সাগ্রগী জব্দ ও কারখানরার মালিক মাকসুদা আখতার পলিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত সেমাই নষ্ট করার আদেশ দেয়।