শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে বালুভর্তি ট্রাক থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার : আটক-১

news-image

রংপুর ব্যুরো : লালমনিরহাটের মোস্তফীহাটে বালুভর্তি ট্রাক থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৩ কোম্পানী কমান্ডার হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে লালমনিরহাটের সদর উপজেলার মোস্তফীরহাটে অভিযান পরিচালনা করে একটি বালু ভর্তি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাকের বালুর ভেতর থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী বগুড়ার গাবতলীর মহিষাবান গ্রামের হোসেন আলীর ছেলে কবির হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, কবির গাঁজার চালান লালমনিরহাটের বুড়িমারী থেকে কিনে অভিনব কায়দায় ট্রাকে বালুর মধ্যে লুকিয়ে বিভিন্ন স্থানে বিক্রির জন্য বহন করছিলো।

এছাড়া দেশের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা থেকে সু-কৌশলে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মাদকের বড় চালান অন্যান্য জেলা ও উপজেলা পাইকারী সরবরাহ করতো। এব্যাপারে মাদক দ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।