শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তামাকমুক্ত স্বাস্থ্যসম্মত সুন্দর রংপুর নগরী গড়ে তুলতে পারবো : সিটি মেয়র

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, তামাকমুক্ত রংপুর নগরী গড়তে হলে আগে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ করতে হবে। আমরা যদি প্রত্যেক সপ্তাতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করে দেখাতে পারতাম তাহলে মানুষ আরও বেশি সচেতন হতো। তামাকমুক্ত রংপুর নগরী গড়ার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় চলতি বছরের মধ্যে তামাকমুক্ত রংপুর নগরীর মধ্য দিয়ে একটি স্বাস্থ্যসম্মত সুন্দর নগরী গড়ে তুলতে পারবো।’আজ সোমবার দুুপুরে রংপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ‘তামাকমুক্ত রংপুর নগরী গড়তে স্থানীয় সরকারের প্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা উম্মে ফাতিমা, ‘ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স-সিটিএফকে’র গ্র্যান্ট্স ম্যানেজার আব্দুস সালাম মিয়া। ‘এসিডি’র মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুলের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- সংস্থাটির ডিরেক্টর (প্রোগ্রাম) শারমিন সুবরীনা।

অনুষ্ঠানের শুরুতেই কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করেন ‘এসিডি’র তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোস্তফা কামাল। এসময় ‘তামাকমুক্ত রংপুর নগরী গড়তে স্থানীয় সরকার এর ভূমিকা’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসিডির এডভোকেসি অফিসার মো. শরিফুল ইসলাম শামীম। কর্মশালায় অন্যদের মধ্যে এসিডির এডভোকেসিক অফিসার আনোয়ারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার তৌফিকুল ইসলামসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।