শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবার কাছে মোবাইল না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ায় বাবার কাছে মোবাইল ফোন না পেয়ে অভিমানে মেহেদী হাসান নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। সে মুন্সিপাড়া কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও সাতগাড়া মিস্ত্রীপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে। আজ সোমবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, মেহেদী হাসান দীর্ঘদিন থেকে মোবাইল ফোন কিনে নেয়ার বায়না করছিল। আজ সোমবার আবারও সে বাবার কাছে মোবাইল ফোন কিনে চায়। মোবাইল ফোন না পেয়ে বাবার সাথে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে থাকে। বিকেলের দিকে কোন সাড়া শব্দ না পেয়ে বাবা দরজা ভেঙ্গে ভেতরে ঘরের মাচার সাথে রশি দিয়ে আত্মহত্যা অবস্থায় ছেলেকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার এসআই জিয়াউর রহমান জানান, বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্র মেহেদি আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।