শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ থেকে বহিস্কারের তালিকায় রংপুর বিভাগের ২৭ নেতাকর্মী

news-image

রংপুর ব্যুরো : চলতি মার্চ ও জুনে উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্যকারী সারাদেশের দুই শতাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালিকা প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ। ২০ জুলাইয়ের পর ধাপে ধাপে এসব বিদ্রোহী প্রার্থী বরাবর সাময়িক বহিষ্কারাদেশের চিঠি প্রেরণ করবে দলটি। একই সঙ্গে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তা জানতে চেয়ে পাঠানো হচ্ছে ‘শোকজ’ নোটিশ। এছাড়া সহযোগী-ভ্রাতৃপ্রতীম সংগঠনের শতাধিক নেতা উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তাদেরও শাস্তির আওতায় আনতে সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেয়া হবে। গত শুক্রবার একটি খসড়া তালিকা আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর নিকট জমাও দেয়া হয়েছে। এই তালিকায় রংপুরে ১ জন, নীলফামারীতে ১ জন, দিনাজপুরে ৮জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, পঞ্চগড়ে ৬জন, গাইবান্ধায় ৪জন, কুড়িগ্রামে ৩জন ও লালমনিরহাটে ২জনসহ রংপুর বিভাগে ২৭ নেতাকর্মী রয়েছে।

বহিস্কারের তালিকায় থাকা নেতাকর্মীরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মেজবাহুর রহমান প্রধান, কুড়িগ্রাম জেলার রাজারহাটে রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সোহরাওয়ার্দী বাপ্পি, ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ গোলাম রব্বানী, রাজিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজামুল হাসান শিশির, বিরামপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রাজ, খানসামায় জেলা আওয়ামী লীগের সদস্য আবু হাতেম, চিরিরবন্দরে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, কাহারোলে সাবেক এমপি আবদুল মালেক সরকার, বীরগঞ্জে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আখতারুল ইসলাম চৌধুরী বাবুল, ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সুদর্শন পালিত।

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোছা. ফরিদা আখতার হীরা, আটোয়ারীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আনিসুর রহমান, দেবীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক চিশতী, উপজেলা আওয়ামী লীগের সদস্য পরিমল দে সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন-উর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমান শাহ।

গাইবান্ধা সদরে জেলা আওয়ামী লীগের সদস্য শাহ সারোয়ার কবীর, সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য খয়বর হোসেন, সাদুল্যাপুরে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মতিয়ার রহমান, গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুকিতুর রহমান রাফি ফেরদৌস আলম রাজু, লালমনিরহাট জেলার হাতীবান্ধায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বদিউজ্জামান ভেলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরওয়ার হায়াত খান,নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক বসুনিয়া, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম, পীরগঞ্জ উপজেলায় দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজেন্দ্র নাথ রায়।

এ জাতীয় আরও খবর