শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদের সুস্থ্যতা কামনায় রংপুরে জাতীয় পার্টির দোয়া মাহফিল

news-image

রংপুর ব্যুরো : জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ জাপার দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর শাখা এ দোয়া মাহফিল আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে দলীয় চেয়ারম্যানের শারীরিক অবস্থা সম্পর্কে নেতা-কর্মীদের অবগত করেন জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক। পরে সাবেক রাষ্ট্রপতির রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে তিনি দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ সময় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের কান্নায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। এরশাদ ভক্তরাসহ দলের নেতা-কর্মী ও সমর্থকরা মোনাজাতে তাদের প্রিয় নেতার সুস্থতা কামনা করে অশুসিক্ত প্রার্থনা করেন।

অনুষ্ঠানে জেলা মহানগর জাপার যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জেলার সহ-সভাপতি আজমল হোসেন লেবু, সহ-সাধারণ সম্পাদক খতিবর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, জাহাঙ্গীর আলম, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় জাপার সদস্য হাসানুজ্জামান নাজিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা জাপার আহ্বায়ক কাজলী বেগম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে এরশাদের সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুমা রংপুর জেলার সকল মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মোনাজাত করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এরশাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। গতকাল বুধবার (২৬ জুন) সকাল ৯টায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। জাতীয় পার্টি সূত্রে জানা যায়, বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচে নেওয়া হয়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সাবেক এ রাষ্ট্রপতিকে।

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী