শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা প্রস্তুতকারক মাস্টার মকবুল হোসেনের প্রথম মুত্যু বার্ষিকী পালিত

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে বাংলাদেশের প্রথম উত্তোলিত পতাকার প্রস্তুত কারক রংপুর মহানগরীর পায়রা চত্বরের ঐতিহ্যবাহি লালিয়া টেইলার্সের মালিক বীর মুক্তিযোদ্ধা মাস্টার মকবুল হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোজাফফর হোসেন চাঁদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সৈয়দ সফি আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সিরাজুল ইসলাম,মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, রুহুল আমিন বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা জাগপা সভাপতি খন্দকার আবেদুর রহমান, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মরহুমের ছেলে আকতারুজ্জামান স্যান্ডো, মহানগর জাগপা সভাপতি নুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী সেরসা প্রামানিক, ব্যাংক কর্মকর্তা রেজ্জাকুল করিম তাবু, দৈনিক যুগের আলোর সহকারী বার্তা সম্পাদক নজরুল মৃধা, দৈনিক প্রতিদিনের বার্তার নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান বাবলা, দৈনিক আজকালের খবর পত্রিকার রংপুর ব্যুরো প্রধান শাকিল আহম্দে, করতোয়ার জেলা প্রতিনিধি হুমায়ন কবির মানিক, মরহুমের ছেলে আকতার হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের মনিরুল ইসলাম মিন্টু, ক্যামেরা টেকনিশিয়ান সেরসা আলম প্রমুখ। এছাড়াও ব্যবসায়ী, রাজনীতিবীদ, সমজাসেবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেয়।

প্রসঙ্গত : ১৯৭১ সালের ২৩ মার্চ দুপুরে তৎকালীন রংপুর প্রেসক্লাব থেকে তৎকালীন সাংবাদিক আব্দুল মজিদ, নওয়াজেশ হোসেন খোকা এবং মোজাম্মেল হক লালিয়া টেইলাসে গিয়ে মকবুল হোসেনের কাছে একটি একটি ডিজাইন দিয়ে পতাকা তৈরি করিয়ে নেন। ৩ ঘন্টায় তিনি পতাকাটি তৈরি করে ওই তিন সাংবাদিকসহ প্রেসক্লাবের ছাদে গিয়ে পতাকাটি উড়ান। ওই পাতাকা তৈরির পরপরই আর্মির লোকজন লালিয়া টেইলার্সে আসে। তারা এসে কর্মচারীদের বলে,‘টেইলার মাস্টার কিধার গিয়া, উসকো পাকাড়কে লেয়াও। আভি হামারা সাথ লেজাউঙ্গি ক্যান্টনমেন্ট।’ পরে তারা মকবুলকে খুজতে তার শালবনের বাসায় গিয়ে শাসিয়ে আসে। এসময় তারা মকবুলের পরিবারের সদস্যদের বলে, ‘মাস্টার কা থার কওন হ্যায়ও উশালা ফ্লাগ বানাত হায়, হাম উসকো দেখ লেঙ্গা।’ এরপর মকবুল হোসেন সবার সাথে পরামর্শ করে মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের জন্য কালিগঞ্জের কাকিনা হয়ে সিতাই দিয়ে ভারতের দিনহাটায় যান। যেখানে গিয়ে প্রশিক্ষণ গ্রহন করে এবং সেখানে মিত্রবাহিনী ও বাঙ্গালী মুক্তিযোদ্ধাদের জন্য পোশাক তৈরি করাসহ বিভিন্ন ধরনের কাজ করেন। এরপর ৬ নং সেক্টরের অধীনে লালমনিরহাটের কালিগঞ্জে ও আদিতমারীর চলবলা, রুদ্রেশ্বর, হারিসর, তুষভান্ডার এলাকায় মিত্র বাহিনীর সাথে যুদ্ধ করেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম প্রকাশের জন্য ২০১১ সালের ১৯ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে প্রয়োজনীয় সকল তথ্য উপাথ্য দিয়ে আবেদন করেন। এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বরাবরে ২০১২ সালের ৯ জানুয়ারী আবেদন করে যোগাযোগ রাখেন। এরপর ২০১৩ সালের ১৭ নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করি (ডিজি নং ১১৬৩৯৬)। কিন্তু কোন কাজ না হওয়ায় ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবের বরাবরে সকল তথ্য উপাথ্য দিয়ে আবেদন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক আবার আবেদন পত্রে ‘যাছাই করে ব্যবস্থা নেবেন’ বলে ফুট নোট দিলেও মৃত্যুর আগের দিন পর্যন্ত মকবুলের নাম গেজেটে প্রকাশ পায় নি। মকবুল তার আবেদনের সাথে ভারত প্রেরিত নং ৩৮০৪৯, সূচক ৮৫-৪৮-৯০০৫১ সংগ্রহ করে সেটিও আবেদনের সাথে সংযুক্ত করেছিলেন। কিন্তু গতবছর রংপুর মহানগর মুক্তিযোদ্ধা যাছাই বাছাই কমিটি আমাকে তালিকাভুক্ত না করে তাকে বাদ দেয়। বিষয়টি জানিয়ে মকবুলগত ১৫/৫/২০১৭ তারিখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে(জামুকা) আপিল করেন(নং ৮৬৫০)। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (শ্রম ও জনশক্তি), জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর প্রতিনিধি এবং রংপুর মহানগর মুক্তিযোদ্ধা যাছাইবাই কমিটির অন্যতম সদস্য সিরাজুল ইসলাম জানান, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা যাছাই বাছাই কমিটির অনেকেই মুক্তিযুদ্ধেই অংশ নেন নি। ফলে এবারের যাছাই বাছাই নিয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে। অধিকাংশ সদস্য অর্থের বিনিময়ে ভুয়াদের মুক্তিযোদ্ধা বানিয়েছেন। লালিয়া টেইলার্সের মালিকও তাদের খূশি করতে পারেন নি। তিনি বলেন, ওই পরিবারে যখন ৩ জন শহীদ হন। তখন তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন এবং টাপুর ক্যাম্পে গিয়ে প্রশিক্ষন নিয়ে মুক্তিযুদ্বে অংশ নিয়েছিলেন। তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার পক্ষে আমি মত দিয়েছিলাম। কিন্তু অন্যরা না দেয়ায় তিনি বাদ পড়েছেন। ফলে মুক্তিযোদ্ধার স্বীকৃতি ছাড়াই মারা গেলেন তিনি। গত বছর বাধ্যক জনিত কারনে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।