বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১১০ করতেই ঘাম ঝরল ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : আজকের দিনটাই যেন বোলারদের। সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে একদিনেই পড়েছে ১৫ উইকেট। পার্থে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচে ৩০০ রান তুলতেই দুই দল হারিয়েছে ১৪ উইকেট। ইডেনেও সে রোগ সংক্রামক হয়ে দেখা দিয়েছিল। টি-টোয়েন্টি ম্যাচে পুরো ২০ ওভার খেলেও ১০৯ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সে রান তাড়া করতে নেমে ভারত হারিয়েছে ৫ উইকেট। ১১০ রান তুলতে ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপকে খেলতে হয়েছে ১৮ ওভার। বোলারদের ম্যাচ তো বটেই!

অথচ ম্যাচের শুরুটা ছিল ব্যাটসম্যানদের। প্রথম ওভারেই উমেশ যাদবের বল দুবার সীমানা ছাড়িয়েছে। দ্বিতীয় ওভারে খলিল আহমেদকে সে ভাগ্য বরণ করতে হয়েছে একবার। তৃতীয় ওভার থেকে শুরু হলো মড়ক। যাদবের বলে রামদিনের ক্যাচ দেওয়া দিয়ে শুরু হলো। পরের ওভারে রান আউট ফিরলেন শাই হোপ। পরের ওভারেই আউট ঝড়ের পূর্বাভাস দেওয়া শিমরন হেটমায়ার। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস আর গতি পায়নি।

একে একে পোলার্ড, ব্রাভো, পাওয়েলরাও সে পথে হেঁটেছেন। ৬৩ রানে ৭ উইকেট হারানো দলটি ১০০ এর নিচে গুটিয়ে যেতে পারত। আটে নামা ফ্যাবিয়ান অ্যালেনের ২৭ রানে সে লজ্জা থেকে রক্ষা পায় সফরকারীরা। দলকে ৮৭ রানে রেখে অ্যালেন আউট হলেও বাকি দুই ওভারে ২২ রান এনে দিয়েছেন পল ও পিয়েরে। ৮ উইকেটে ১০৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।

কোহলি বিহীন ভারতের শুরুটা ছিল ভয়ংকর। দলীয় ৭ রানেই ফিরেছেন রোহিত, ৯ রান পরে তাঁর সঙ্গী হয়েছেন ধাওয়ান। ৫০ পেরোনোর আগে এই মিছিলে যুক্ত হয়েছেন ঋষভ পন্ত ও লোকেশ রাহুল (১৬)। ৪৫ রানে চতুর্থ উইকেট হারানো ভারতকে খাদের কিনার থেকে উদ্ধার করেন মনীষ পান্ডে ও দীনেশ কার্তিক। ৩৮ রানের পঞ্চম উইকেট জুটি গড়ে পান্ডে (১৯) ফিরলেও কার্তিক দায়িত্ব সেরে এসেছেন। ৩৪ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে ভারতের কাজটা সহজ করেছেন ক্রুনাল পান্ডিয়া। ৯ বলে ৩ চারে ২১ রান করেছেন এই বাঁহাতি।

এ জাতীয় আরও খবর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়

ভারতীয় দলে সানজু, বাদ কেএল রাহুল

ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার

গরমের সঙ্গে বেড়েছে কলেরা রোগী

হিট স্ট্রোক: সাত দিনে ১০ জনের মৃত্যু