রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

১১ সাংগঠনিক জেলায় যুবদলের নতুন কমিটি

news-image

দেশের ১১ সাংগঠনিক জেলায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক (পূর্নাঙ্গ) কমিটি ঘোষণা করেছে। যেসব জেলায় কমিটি দেওয়া হয়েছে তা হলো, বগুড়া, ফেনী,ঝিনাইদহ,চাদপুর,জামালপুর,চট্টগ্রাম উত্তর),মুন্সিগঞ্জ,সৈয়দপুর,লালমনিরহাট,ব্রাক্ষণবাড়িয়া, গোপালগঞ্জ।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বুধবার এসিব কমিটির অনুমোদন দেন। নেতৃদ্বয় আশাবাদ ব্যাক্ত করে বলেন, অবৈধ স্বৈরশাসকের দ্বারা পদদলিত গণতন্ত্র, বিলুপ্ত ভোটের অধীকার আদায়, স্বৈরশাসকের কারাগারে বন্দি বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের প্রতিক, বাংলাদেশের গণতানন্ত্রিক অধিকার আদায়ের প্রধান সেনাপতি স্বৈরাচারের রোশানলে পরে নির্বাসিত নেতা বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য সারা দেশে যুবদলের নবগঠিত কমিটি এবং নতুন নেতৃত্ব সকল হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করে গণতন্ত্র ও ভোটের অধীকার আদায় করে একটি মর্যাদাশীল দেশ প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশা আল্লাহ।

বগুড়া জেলা (আংশিক) পূর্নাঙ্গ কমিটির সভাপতি সিপার আল বখতিয়ার, সিনিয়র সহসভাপতি সাব্বির হোসেন বাবলু, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা মাসুদ,সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম। ফেনী জেলা (আংশিক) পূর্নাঙ্গ কমিটির সভাপতি জাকির হোসেন জসিম, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক নাসির খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক নইমুল্লাহ চৌধুরী বরাত। ঝিনাইদহ জেলা (আংশিক) পূর্নাঙ্গ কমিটির সভাপতি আহসান হাবিব রনক, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সুজন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার বাঁশি, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ। চাদপুর জেলা (আংশিক) পূর্নাঙ্গ কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, সিনিয়র সহসভাপতি মনিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।

জামালপুর জেলা (আংশিক) পূর্নাঙ্গ কমিটির সভাপতি রোজ মিয়া, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মীর ইমরুল হোসেন। চট্টগ্রাম (উত্তর) জেলা (আংশিক) পূর্নাঙ্গ কমিটির সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মাস্তফা।

মুন্সিগঞ্জ জেলা (আংশিক) পূর্নাঙ্গ কমিটির সভাপতি সুলতান আহমেদ, সিনিয়র সহসভাপতি দেওয়ান মজিবর, সহসভাপতি মাসুদ রানা (মাসুদ),সাধারণ সম্পাদক আঃ সালাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক ইয়াসির সুমন।

সৈয়দপুর জেলা (আংশিক) পূর্নাঙ্গ কমিটির সভাপতি আনোয়ার হোসেন প্রমানিক, সিনিয়র সহসভাপতি সৈয়দ নাজিম রেজা, সাধারণ সম্পাদক তারিক আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম গুড্ডু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।

লালমনিরহাট জেলা (আংশিক) পূর্নাঙ্গ কমিটির সভাপতি জাহিদুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি এল কে রেজা সম্রাট, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিমন।

ব্রাক্ষণবাড়িয়া জেলা (আংশিক) পূর্নাঙ্গ কমিটির সভাপতি শামীম মোল্লা, সিনিয়র সহসভাপতি এ্যাড. আব্দুল রহিম, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মুসা, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল। গোপালগঞ্জ জেলা (আংশিক) পূর্নাঙ্গ কমিটির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন লিপটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাশেকুজ্জামান পলাশ।

এ জাতীয় আরও খবর