চীনা কোম্পানির সঙ্গে তথ্য আদান-প্রদান করেছে ফেসবুক
কমপক্ষে চারটি চীনা ইলেকট্রনিক্স কোম্পানির সাথে তথ্য আদান প্রদানের সম্পর্ক রয়েছে ফেসবুকের। মঙ্গলবার এমনটাই জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, চারটি কোম্পানির অন্তত একটির সাথে চীনা সরকারের সুসম্পর্ক আছে। এদিকে হুয়াইয়ে, লেনোভো, অপ্পো ও টিসিএল কোম্পানিগুলোর সাথে কিছু ব্যবহারকারীর তথ্য আদান প্রদানের এই চুক্তি ২০১০ সালে হয়েছিলো বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করেন। তারা বলেন এই ক্ষেত্রে একটি জাতির নিরাপত্তা পুরোটাই হুমকির মুখে।
চারটি কোম্পানীর সঙ্গে থাকা এ সম্পর্ক এখনো চলমান রয়েছে, তবে এক সাক্ষাৎকারে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এই সপ্তাহের শেষে হুয়াইয়ের সাথে তাদের সকল চুক্তি শেষ পর্যায়ে রয়েছে। ফেসবুকের চীনা ডিভাইসের পাশাপাশি বিভিন্ন উৎপাদন কোম্পানি গুলোর যেমন আমাজন, অ্যাপল, ব্ল্যাকবেরি ও স্যামসাং এর সাথেও তথ্য আদান প্রদান সম্পর্কের চুক্তি ছিলো যা রবিবার বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। এই চুক্তি ফেসবুক মোবাইল মার্কেটিং এর শুরুতে ২০০৭ সালে করেছিলো যখন এতে শুধুমাত্র লাইক ও স্ট্যাটাস দেয়ার সুযোগ ছিলো। সিএনবিসি