বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজেটের আকার যত বড় হবে জনগণের উপর করের বোঝা তত বাড়বে : রাজেকুজামান রতন

news-image

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় নেতা ২০১৮- ১৯ অর্থবছরের বাজেটোত্তর প্রতিক্রিয়ায় বলেছেন, এবারের বাজেটের আকার যত বড় হবে জনগণের উপর করের বোঝা তত বাড়বে। কর ও দর বৃদ্ধির অতীতের ধারাবাহিকতা থেকে মুক্ত হতে পারবে না এবারের বাজেট। বাজেট বড় বলে অর্থমন্ত্রীর আত্মতৃপ্তির ঢেঁকুর আর জনগণের ব্যয় বৃদ্ধি ও কর বৃদ্ধির আতঙ্ক নিয়ে আসছে এবারের বাজেট। মঙ্গলবার একান্ত সাক্ষাৎকার বাসদ নেতা ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রসঙ্গে এসব কথা বলেন।

রাজেকুজামান রতন বলেন, আগামী জুন মাসে জাতীয় সংসদে ২০১৮- ১৯ অর্থবছরের বাজেট আসছে। এবারের বাজেট ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা হবে বলে আলোচনা হচ্ছে। গতবার বাজেট ছিল ৪ লাখ ২৬৬ কোটি টাকা। একবছরে বাজেট বাড়বে ৬৮ হাজার কোটি টাকা। সরকারের আয় মানে জনগণের ব্যয়। সরকারের আয়ের উৎস প্রত্যক্ষ ও পরোক্ষ কর, বিভিন্ন ধরনের শুল্ক ও কর বহির্ভূত আয়, জমির খাজনা, জমি কেনাবেচাসহ বিভিন্ন খাত থেকে প্রাপ্ত আয়। বাংলাদেশে আয়কর দেয় এমন মানুষের সংখ্যা ১৬/১৭ লাখের বেশি নয়। বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদের নাম, দেশে বিদেশে তাদের অর্থ বিত্ত, বাড়ি ঘরের কথা পত্র পত্রিকায় এলেও বৃহৎ করদাতা হিসেবে তাদের নাম কখনো আসে না।

তিনি বলেন, বৃহৎ করদাতা হিসেবে নাম আসে জর্দা ফ্যাক্টরীর মালিকের নাম। কিন্তু নাম না এলেও বাংলাদেশের সবচেয়ে বেশি কর দেয় যারা তারা দেশের সাধারণ মানুষ। ভ্যাটসহ পরোক্ষ কর থেকে আসে ৩ লাখ কোটি টাকারও বেশি। ফলে বাজেট যত বড় হবে জনগণের উপর করের চাপ তত বাড়বে। এর সাথে আছে বিদ্যুৎ গ্যাস পানির দাম দফায় দফায় বৃদ্ধি করা। জনগণ তো সর্বংসহা তাই তাদেরকে নিংড়ে নিতে শাসকদের উৎসাহ যত বেশি, জনগণের জন্যে বরাদ্দ বাড়াতে ততই তারা উদাসীন।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম অথচ সামরিক বেসামরিক আমলাদের জন্য বরাদ্দ করতে টাকার কোন সমস্যা হয় না। ডেপুটি সেক্রেটারির জন্য গাড়ী রক্ষনাবেক্ষণে মাসে ৫০ হাজার টাকা, যুগ্ম সচিবদের জন্য মোবাইল ফোন কেনা বাবদ ৭৫ হাজার টাকা, বাবুর্চী দাড়োয়ানের জন্য মাসে ৩২ হাজার টাকা বরাদ্দ করা হলো বাজেটের আগেই। অথচ হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ নেই, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা গবেষণায় বরাদ্দ কম, এমপিও ভুক্তির জন্য শিক্ষকেরা রাস্তায়, গ্রাম পুলিশরা ৩৪০০ টাকা বেতনে কাজ করতে বাধ্য হচ্ছে, কৃষক ধানসহ ফসলের ন্যায্য দাম পাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়

ভারতীয় দলে সানজু, বাদ কেএল রাহুল

ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার

গরমের সঙ্গে বেড়েছে কলেরা রোগী

হিট স্ট্রোক: সাত দিনে ১০ জনের মৃত্যু