শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এরপরেও নির্লজ্জ নির্বাচন কমিশন বলে, ভোট সুষ্ঠু হয়েছে’

news-image

নির্বাচনী কর্মকর্তারা ভোট গণনার এক পর্যায়ে স্বাক্ষরবিহীন একটি ব্যালট প্রিজাইডিং অফিসারকে দেখালে তিনি অবৈধ ঘোষণা করেন। পরক্ষণেই একইরকম একগাদা ব্যালট তার হাতে দেয়া হলে তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। ওই সবগুলো ব্যালটই ছিল নৌকা মার্কায় দেয়া ভোট।

পরে ভোটকেন্দ্রে অবস্থানরত পুলিশের সঙ্গে পরামর্শ করে প্রিজাইডিং অফিসার ব্যালটে স্বাক্ষরবিহীন ভোট বৈধ হিসেবে গণনার নির্দেশ দেন। এরপর আর ব্যালটে স্বাক্ষর আছে কিনা সেটি খতিয়ে দেখা হয়নি।

এটা বিবিসির সংবাদ। নির্বাচন কমিশন আমাদের জানাবেন কি, পুলিশের পরামর্শে কোন আইনে ব্যালট পেপার বৈধ বলে ঘোষণা করা যায়?

এরপরেও নির্লজ্জ নির্বাচন কমিশন বলে, ভোট সুষ্ঠু হয়েছে। এরা এমনভাবে প্রতিবাদহীনতার মধ্যে দেশটাকে চোখের সামনে শেষ করে দিল যে মাঝে মাঝে অসহায় লাগে।

লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য