শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থের বিনিময়ে বিলাসবহুল জেলখানা থেকে মুক্তি পেলেন সৌদি প্রিন্স

news-image

বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের একজন সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আটকের দুই মাস পর মুক্তি পেয়েছেন। তিনিই সম্ভবত এ পর্যন্ত মুক্তি পাওয়া সবচেয়ে প্রভাবশালী বন্দী। অর্থ প্রদানের বিষয়ে আপোষ-রফায় রাষ্ট্রীয় কৌসুলি অনুমোদন দেয়ার পর তাকে মুক্তি দেয়া হয় বলে দেশটির কর্মকর্তা জানিয়েছেন। তবে অর্থের প্রকৃত অঙ্ক কত সেটি প্রকাশ করা হয়নি।

সৌদি আরবে ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযানে গত নভেম্বর মাসে তাকে আটকের পর থেকে রিয়াদের রাজকীয় রিজ-কার্লটন হোটেলে ছিলেন । তিনি ছাড়াও ২০০-র বেশি প্রিন্স, রাজনীতিবিদ এবং ধনাঢ্য ব্যবসায়ীদের ধরপাকড় চলে যাদের বিলাসবহুল ওই হোটেলটিতে রাখা হয়েছে।

রিয়াদের রাজকীয় বিলাসবহুল রিজ-কার্লটন হোটেলটির ব্রান্ড এমন যে, সেটি মূলত তাদের জন্য যারা রাজকীয় আরাম-আয়েশ প্রত্যাশা করেন। কিন্তু বর্তমানে সেটি যেন পরিণত হয়েছে সৌদি যুবরাজের দ্বারা পরিচালিত বিলাসবহুল ‘ফাইভ স্টার কারাগারে’।