শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯৫, আহত শতাধিক

news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পুরাতন ভবনে এক বোমা হামলায় অন্তত ৯৫ জন নিহত ও ১৫০ জন গুরুতর আহত হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বোমা হামলার পর চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

আহমেদ নাভিদ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভবনেই আমি ব্যক্তিগত কিছু কাজ করতে গিয়েছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। দুটি চেকপোস্টের মাঝে ওই কূটনৈতিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটে। কাছেই জমহুরিয়া হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। প্রথম চেকপোস্টই অতিক্রমে সক্ষম হয় আত্মঘাতী ওই বোমাহামলাকারী। সে একটি এ্যাম্বুলেন্স চালিয়ে আসে।

স্থানীয় সময় দুপুর পৌণে একটায় এ আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, পুলিশ আত্মঘাতী ওই বোমা হামলাকারীকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছে। সিএনএন/ আল-জাজিরা