শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে গেছেন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে গেছেন তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী। এরা হলেন- জাপানের পররাষ্ট্রন্ত্রী তারো কোনো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার।

আজ রবিবার সকালে তারা কক্সবাজারে এসে পৌছান। তাদের সঙ্গে রয়েছেন ইইউ প্রতিনিধিও।

জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর বহনকারী হেলিকপ্টারটি কক্সবাজারের উদ্দেশে তেজগাঁও বিমান ঘাঁটি ত্যাগ করে। তাদের সঙ্গে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকো মঘেরিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা কক্সবাজার পৌঁছে উখিয়া ও টেকনাফের বালুখালী, কুতুপালংসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। একই সঙ্গে রাখাইন থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে কথাও বলবেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে অতিথিদের নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে গতকাল শনিবার ঢাকায় এসে পৌঁছান এই অতিথিরা।

এ জাতীয় আরও খবর