শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে-আইনমন্ত্রী 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাড. আনিসুল হক বলেছেন সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।আর নির্বাচন কমিশন সেই নির্বাচন করবে। সংবিধান অনুযায়ী তখন যে সরকার থাকার কথা সে সরকারই দেশ চালাবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। শুক্রবার সকালে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে দক্ষিণ ইউনিয়নের কালিনগর মসজিদ মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, আপনারা দেখেছেন পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। মাথা পিছু আয় ৫০৩ ডলার থেকে ১৬১০ ডলারে পৌঁছেছে। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন।  এসময় আনিসুল হক আগামী জাতীয় সংসদ নির্বাচনে কসবা-আখাউড়া আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নৌকা মার্কায় ভোট চান।

দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জালাল উদ্দিননের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আব্দুল ওয়ারিদ, দক্ষিণ  ইউপি চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, আমিনুল ইসলাম সাজী প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মো: আবুল কাসেম ভূইয়া, মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, কসবা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রাসেদুল কায়সার জীবন, আখাউড়া পল্লী বিদ্যুতের ডিজিএম আহমদ শাহ্ আল জাবের প্রমুখ।
পরে মন্ত্রী আখাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন এবং কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেন।