শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘ-সিংহের চার শাবক এখন বঙ্গবন্ধু সাফারি পার্কে

news-image

নিউজ ডেস্ক : ভারতে পাচারকালে যশোরে উদ্ধার হওয়া দুটি সিংহ ও দুটি চিতাবাঘের (লেপার্ড ক্যাট) শাবক গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোরে বাচ্চাগুলো পার্কে এসে পৌঁছেছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার রাতেই বাঘ ও সিংহের বাচ্চাগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। আজ ভোর সোয়া ৪টার দিকে তা সাফারি পার্কে পৌঁছেছে। প্রাণী চারটির মধ্যে দুটি সিংহের বাচ্চা এবং অপর দুটি চিতাবাঘের বাচ্চা। সিংহের ছানা দুটির বয়স আড়াই থেকে তিন মাস এবং চিতাবাঘের বাচ্চাটির বয় দেড় মাস হবে। ফিডারের সাহায্যে শাবকগুলোকে দুধ খাওয়ানো হচ্ছে এবং পার্কের দুটি কক্ষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক জানান, বাঘ জাতীয় দুটি প্রাণী (লেপার্ড ক্যাট) বাংলাদেশে বিরল। অনেকে এ প্রাণীটিকে চিতা বিড়াল বলে ডাকে। লেপার্ড, জাগুয়ার ও চিতা প্রায় কাছাকাছি দেখতে হলেও এগুলো আলাদা আলাদা প্রাণী। এদের মধ্যে সবচেয়ে হিংস্র ও শক্তিশালী হলো জাগুয়ার।

চিতা অন্য দুই প্রাণীর থেকেও বড়। এদের গায়ে গোল গোল ফাঁকা ছোপ ছোপ চিহ্ন থাকে। আর গোল ছোপের মাঝে কালো বিন্দু থাকে। লেপার্ডের গায়ে ছোপ ছোপ থাকলেও তার মাঝে বিন্দু থাকে না। আর চিতার গায়ে ফাঁকা ছোপ থাকে না। ছোপ চিহ্নগুলো ভরাট হয়।

এ নিয়ে সাফারি পার্কে সিংহের সংখ্যা হলো ২১, রয়েল বেঙ্গল ১১টিসহ মোট বাঘের (চিতাবাঘের) সংখ্যা হলো দুটি। তবে পার্কে এই প্রথম চিতাবাঘ যোগ হলো। সোমবার সকাল ১১টার দিকে শহরতলির চাঁচড়া চেকপোস্ট এলাকায় একটি টয়োটা প্রাডো গাড়ি থেকে এসব শাবক উদ্ধার করা হয়। ভারতে পাচারের জন্য ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে থানায় মামলার পর আদালতের মাধ্যমে শাবকগুলোকে সোমবার বিকালে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী