শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০০০ কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম মিসাইল বানালো উত্তর কোরিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সম্প্রতি নতুন এক ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। যা কিনা ১২০০ মাইল বা ২০০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল বলে শঙ্কা প্রকাশ করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা।

তিনি বলেন, জাপান মনে করে এই ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটারের বেশি উচ্চতায় পৌঁছেছিল। যা দেশটির জন্য যথেষ্ট উদ্বেগের কারণ বলেও মনে করছেন এই প্রতিরক্ষা মন্ত্রী। তবে এ ব্যাপারে জাপানের প্রধান ক্যাবিনেট সচিব ইউশিহিদি সুগা বলেন, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩০ মিনিট ধরে উড়লেও এটি জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকায় ঢোকেনি।

উল্লেখ্য, গতমাসে দু’দফা ব্যর্থ হওয়ার পর গতকাল রবিবার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি নতুন ধরণের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করছে বলে ধারণা করা হয়। তবে এখনও পর্যন্ত এগুলোর কোনোটিরই পরীক্ষা চালায়নি পিয়ংইয়ং।

এ জাতীয় আরও খবর