রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি মেয়েদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান প্রিন্সের

1054187আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের একজন প্রভাবশালী রাজপুত্র কোটিপতি বিনিয়োগকারী প্রিন্স আলওয়ালিদ বিন তালাল তাঁর দেশে মেয়েদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরবের মেয়েদের অধিকার এবং অর্থনৈতিক প্রয়োজনের স্বার্থেই এই নিষেধাজ্ঞা তুলে নেয়া উচিৎ। বিশ্বে সৌদি আরব হচ্ছে একমাত্র দেশ যেখানে মেয়েদের গাড়ি চালানো নিষেধ। এই নিষেধাজ্ঞা অমান্য করায় সৌদি আরবে অনেক নারী অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রিন্স আলওয়ালিদ বলেছেন, সৌদি আরবে এখন মেয়েদের নিজেদের গাড়ি চালানোর সুযোগ দেয়ার সময় এসেছে। প্রিন্স আলওয়ালিদকে সৌদি আরবের রাজপরিবারের মধ্যে একজন স্পষ্টভাষী সমালোচক বলে গণ্য করা হয়। এর আগেও তিনি সৌদি আরবে মেয়েদের অধিকারের পক্ষে কথা বলেছেন।

তবে সৌদি আরবে তাঁর কোন রাজনৈতিক অবস্থান নেই। তিনি কিংস হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান। বিশাল মার্কিন ব্যাংক সিটিগ্রুপ এবং ইউরো -ডিজনি থিম পার্ক, টুয়েন্টি ফার্ষ্ট সেঞ্চুরি ফক্স, নিউজ কর্প, অ্যাপল, জেনারেল মোটর্স এবং টুইটার-সহ আরও অনেক বড় বড় কোম্পানিতে তাঁর শেয়ার আছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে কিংস হোল্ডিং কোম্পানি অন্যতম। প্রিন্স আলওয়ালিদ বলেছেন, একজন মহিলাকে গাড়ি চালাতে না দিলে সেটা তাকে শিক্ষার অধিকার বা স্বাধীন পরিচয় ধারণ করার অধিকার থেকে বঞ্চিত করার মতই একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রিন্স আলওয়ালিদের এই বিবৃতি প্রকাশ করা হয় তাঁর ওয়েবসাইটে।

সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় বিশ বছর আগে। সৌদি আরবের জনপরিবহন ব্যবস্থাও যেহেতু ভালো নয়, তাই মেয়েদের যাতায়তের জন্য পুরোপুরি নির্ভর করতে হয় পুরুষ চালকদের ওপর। প্রায় দশ লাখ পুরুষ সৌদি আরবে গাড়ি চালকের পেশায় নিয়োজিত। এদের বেশিরভাগই বিদেশি। প্রিন্স আলওয়ালিদের হিসেব অনুযায়ী, একটি গড় পড়তা পরিবার প্রতিমাসে একজন গাড়ি চালকের পেছনে প্রায় তিন হাজার আটো রিয়াল বা এক হাজার মার্কিন ডলার খরচ করে।

এ জাতীয় আরও খবর

সাঁতারের পোশাকে সৌদি আরবে নারীদের ফ্যাশন শো

‘ফিজ’ নামটা কীভাবে পেলেন, জানালেন মুস্তাফিজ

পৃথিবীর কোন দেশে মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আছে, প্রশ্ন কাদেরের

‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’

বিএনপি নেতা ইশরাক কারাগারে

ভারত গিয়ে লাপাত্তা ঝিনাইদহ-৪ আসনের এমপি

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের তিন সদস্য নিহত

গবেষণা প্রতিবেদন: ৪৬ শতাংশ মানুষ চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে

কালশীতে পুলিশ বক্সে আগুন দিলেন অটোরিকশাচালকরা

নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৭

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

হাতে লাঠি নিয়ে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ